রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৫:২৭

ছাত্র আন্দোলনে অচল ঢাকায় যাত্রী ভোগান্তি চরমে

ছাত্র আন্দোলনে অচল ঢাকায় যাত্রী ভোগান্তি চরমে

নিউজ ডেস্ক : দ্বিতীয়দিনের ছাত্র আন্দোলনে অচল ঢাকা।  চরম ভোগান্তিতে কাহিল যাত্রী সাধারণ।  রাজধানীর অন্তত আটটি স্পটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ভ্যাটবিরোধী আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এতে ওই সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।  সড়কে যেমন তীব্র যানজট সৃষ্টি হয়েছে, তেমনি কিছু সড়কে যানবাহনের দেখা একেবারেই মিলছে না।  এ অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা বসে সময় পার করছেন যাত্রীরা।  আবার কেউ কেউ ভ্যাপসা গরমে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন।

টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে তিনদিনের কর্মসূচির দ্বিতীয়দিন রোববার সকাল থেকেই রাস্তায় নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

রাজধানীর ধানমণ্ডি, কলাবাগান, পান্থপথ, আসাদগেট, বনানী, মহাখালী, রামপুরা, বাড্ডা ও উত্তরায় গিয়ে দেখা যায়, ওই সব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।  এতে পরিবহন চলাচল করতে না পারায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।  ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার হুমকি আন্দোলনরত শিক্ষার্থীদের।  

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।  কোনো কোনো এলাকার শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়ার অনুরোধও করেছেন তারা।
১৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে