অক্টোবরে দেশে ফিরছেন না খালেদা জিয়া
নিউজ ডেস্ক : অক্টোবরে দেশে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যে খালেদা জিয়ার দুটি চোখের অপারেশন শেষ হলেও হাঁটুর চিকিৎসা এখনও চলছে। মূলত চিকিৎসার কারণে সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরার সময় কিছুটা পিছিয়ে গেছে। নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন জানায় যুক্তরাজ্য বিএনপির এক সিনিয়র নেতা।
তবে প্রায় এক মাসেরও বেশি সময় বেগম খালেদা জিয়া লন্ডনে অবস্থান করলেও যুক্তরাজ্য স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বেগম জিয়ার সাথে দেখা করার চেষ্টা করেও সুযোগ পাচ্ছে না বলে জানা যায়। এনিয়ে নেতা-কর্মীরা অভিযোগের তীর ছোড়েন যুক্তরাজ্য বিএনপির সভাপতির ও সাধারণ সম্পাদকের দিকে।
অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির অনেক নেতাই লন্ডনে এসে সাক্ষাৎ না পেয়ে চলে গেছেন বলে জানা যায়। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বেগম জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার অসিম উদ্দিন এবং তাবিথ আওয়াল।
জানা যায়, আগামী ২৮ শে অক্টোবর মঙ্গলবার লন্ডনের বাইরে এক হলে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে অনুষ্ঠেয় এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। এতে বিশেষ অতিথি থাকবেন তারেক রহমান।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, শিগগিরই চেয়ারপারসন চিকিৎসা শেষে দেশে ফিরে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে আছেন তার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাত সকাল ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৫ ফ্লাইটে করে লন্ডনে পৌঁছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য লন্ডন গেলেও পরিবারের সদস্যদের আট বছর পর একসঙ্গে ঈদ উদযাপন ও সময় কাঠানোর বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেগম জিয়ার জন্য।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর
�