খালেদার রোগমুক্তি কামনায় দোয়া আজ
ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সোমবার দোয়া মাহফিলের কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী ওলামা দল।
রোববার জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেছারুল হক এ তথ্য জানান।
সোমবার বাদ আসর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় ওলামা দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহসহ বিএনপি ও ওলামা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
ওলামা দলের নেতাকর্মীদেরকে যথাসময়ে দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেছারুল হক।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ