সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৮:৫৮:৪৪

পাহাড়ে সেনাবাহিনী-সন্ত্রাসী গুলিবিনিময়, ভিডিপি সদস্য নিহত

পাহাড়ে সেনাবাহিনী-সন্ত্রাসী গুলিবিনিময়, ভিডিপি সদস্য নিহত

নিউজ ডেস্ক : বান্দরবান অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনী-ভিডিপির এক সদস্য নিহত হয়েছেন। এ সম্পর্কে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান অঞ্চলে চলমান সন্ত্রাসবিরোধী সেনা অপারেশনের একটি টইল দল রোমা জোনের গহিন জঙ্গলে সেপ্রুপাড়া এলাকায় টহলকালে রোববার দুপুর ১২টায় সন্ত্রাসী একটি দলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ও উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসী দলটি তাদের অবস্থানে টিকতে না পেরে পালিয়ে যায়। যৌথবাহিনীর টইল দলে থাকা একজন স্থানীয় মুরং ভিডিপি সদস্য ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং অপর এক সেনাসদস্য ও এক আনসার সদস্য সামান্য আহত হন। সন্ত্রাসীদের হতাহতের তাৎক্ষণিক কোন তথ্য পাওয়া যায়নি। বান্দরবান রিজিয়নের সন্ত্রাসবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, নিহত ভিডিপি সদস্যের নাম মেসন মুরুং। গত ৩রা অক্টোবর রাঙ্গামাটির বিলাইছড়ি থেকে দুই পর্যটক এবং তাদের দুই গাইড নিখোঁজ হন। এখনও তাদের খোঁজ মিলেনি। তাদের উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। এরমধ্যে বৃহস্পতিবার ভোরে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলির পর আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে