সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৯:৫২:৪০

ফের আলোচনায় গম!

ফের আলোচনায় গম!

নিউজ ডেস্ক : ফের আলোচনায় এসেছে গম। এবার মংলা বন্দরে গম খালাসের চেষ্টা করছে আমদানিকারক ঠিকাদার প্রতিষ্ঠান ইমপেক্স কনসালটেন্ট লিমিটেড। খাদ্য বিভাগের ওপর প্রভাব বিস্তার করে ফ্রান্স থেকে আমদানি করা খাবার অনুপযোগী ও নিম্নমানের ২১ হাজার টন গম খালাসের চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ। সাইপ্রাসের পতাকাবাহী এমভি পিনটেল জাহাজের স্থানীয় এজেন্ট লিডমন্ড শিপিংয়ের ম্যানেজার সৈয়দ মুরতজা আলী বাপ্পি জানান, জাহাজটিতে মোট ৫২ হাজার ৫০০ টন গম আমদানি করা হয়েছিল। চট্টগ্রাম বন্দরে ৩১ হাজার ৫০০ টন গম খালাসের পর বাকি ২১ হাজার টন গম নিয়ে জাহাজটি ১২ অক্টোবর মংলা আসে। তিনি দাবি করেন, যে গম চট্টগ্রামে খালাস হতে পারে, সেই একই গম মংলায় খালাস হতে দোষের কি? তিনি কিছু গমের নমুনা দেখিয়ে বলেন, গমের একটু ডাস্ট বেশি, তবে খাবার অনুপযোগী নয়। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমভি পিনটেল জাহাজটি ফ্রান্স থেকে গম নিয়ে বাংলাদেশ সীমানায় ৫/৬ মাস আগে প্রবেশ করে। ওই সময় পচা গম নিয়ে হৈচৈ শুরু হওয়ায় এবং উচ্চ আদালতের নির্দেশের কারণে জাহাজটি দীর্ঘদিন গম খালাস করতে পারেনি। কিন্তু দুই বিদেশী হত্যার পর চট্টগ্রাম থেকে খাদ্য মন্ত্রণালয়ের বিদেশী বিশেষজ্ঞ দেশে ফিরে গেলে সংশ্লিষ্টদের সঙ্গে রফাদফার পর চট্টগ্রামে গম খালাস করে মংলা বন্দরে জাহাজটি নিয়ে আসা হয়। এমভি পিনটেল জাহাজের স্থানীয় এজেন্ট লিডমন্ড শিপিং এজেন্টের পরিচালক আক্তার হোসেন গমবোঝাই জাহাজটি ৫/৬ মাস আগে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেন। তিনি জানান, জাহাজের হ্যাচের মধ্যে ৫/৬ মাস ধরে গম পড়ে রয়েছে। এভাবে থাকলে তা নষ্ট হবারই কথা। তিনি স্বীকার করেন, ২/৩ হাজার টন গমে পোকা ধরে গেছে। তবে তিনি প্রশ্ন রাখেন, চট্টগ্রাম বন্দরে যদি ওই গম খালাস হতে পারে, তা হলে মংলা বন্দরে অসুবিধা কোথায়। তিনি জানান, ৫২ হাজার ৫০০ টন গমবোঝাই করে ৫/৬ মাস ধরে সাগরে ভাসছে জাহাজটি। এতে ১৯ ক্রু রয়েছেন, যার বেশিরভাগই জর্জিয়ার নাগরিক। তবে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কাজী নূরুল ইসলাম রোববারও জোর দিয়ে জানান, নিম্নমানের গম কোনো অবস্থাতেই খুলনায় খালাস করা হবে না। ওই গম মানবদেহের জন্য উপযোগী নয়, তবে পশু বা মাছের খাদ্য হিসেবে ব্যবহার হতে পারে। ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে