জামায়াতের সহ-সেক্রেটারি আটক
নিউজ ডেস্ক : রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার রাতে তেরখাদিয়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ তাকে আটক করার বিষয়টি রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান নিশ্চিত করেছেন।।
এদিকে মহানগর পুলিশের মুখপাত্র ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় বলেছেন, তাকে কে আটক করেছে আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমি এখন বাসায় আছি। পরে জানাতে পারবো।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ