সিলেটে রাতভর তাণ্ডব
সিলেট : সিলেট নগরীর টিলাগড়ে রাতভর ক্ষমতাসীন ছাত্রলীগের দুটি পক্ষের নেতাকর্মীরা রীতিমত তাণ্ডব চালিয়েছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার রাত নয়টা থেকে সংঘর্ষের শুরু। থেমে থেমে চলে মধ্যরাত পর্যন্ত।
নিয়মিত পুলিশ সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরে মহানগর পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুজনকে আটকও করেছে পুলিশ।
জানা গেছে, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান। অপরপক্ষকে সক্রিয় রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল।
ধাওয়া-পাল্টা ধাওয়া আর গোলাগুলিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
এদিকে, সংঘর্ষ চলাকালে যুবলীগ নেতার দোকানসহ অন্তত ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুট করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত শনিবার নির্মলেন্দু পালকে সভাপতি ও মাহিন নুর ইসলামকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী।
এ কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পদবঞ্চিতদের সঙ্গে যোগ দেয় টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের কামরুল অনুসারিরা।
জানা গেছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদের অনুসারি এবং কামরুল ইসলাম আওয়ামী লীগ নেতা রনজিত সরকারের অনুসারি।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে মারামারির খবরে শাহপরাণ থানার ওসিসহ তিনি অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরিস্থিতি শান্ত করতে লাঠিচার্জ ও ১ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়া হয়।
ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে টিলাগড়ের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ