নিউজ ডেস্ক: রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম স্বপন। তবে তার আর কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতরা হলেন-ফ্লাইওভার নির্মাণকাজের প্রকৌশলী পলাশ এবং শাহ সিমেন্টের গাড়ি চালক নূরন্নবী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খিলগাঁও স্টেশনের ফায়ার ফাইটার মো. মূসা ফ্লাইওভারের গার্ডার পরে কয়েকজন আহত হয়েছেন। তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।
২০১২ সালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট জংশনে নির্মাণাধীন উড়ালসড়কের (ফ্লাইওভার) গার্ডার ভেঙে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।
১৩ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর