সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৩:৩৮:৫১

মন্ত্রীর নির্দেশনা, অপেক্ষায় যাত্রীসাধারণ

মন্ত্রীর নির্দেশনা, অপেক্ষায় যাত্রীসাধারণ

নিউজ ডেস্ক : অতিরিক্ত ভাড়া নিয়ে যত ঝামেলা। যাত্রীদের সাথে বাস কন্ডাক্টরের রীতিমত বাদানুবাদ লেগেই আছে। এমন কোনো বাস খুঁজে পাওয়া যাবে না যেখানে এমন ঘটনা ঘটছে না। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। সত্যি সত্যি যদি তার নির্দেশনা বাস্তবায়ন হয়, তবে তাকে বাহবা না দিয়ে কেউ পারবে না। সে অপেক্ষায় যাত্রীসাধারণ। ওবায়দুল কাদের বলেছেন, জনভোগান্তি সাময়িকভাবে যতই হোক, গণপরিবহনগুলো যেন সরকার নির্ধারিত ভাড়া নিতে বাধ্য হয়, সেজন্য অভিযান অব্যাহত থাকবে। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিস) কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। মন্ত্রীর দাবি, রাজধানীর গণপরিবহনগুলোর ৬০ শতাংশ সরকার নির্ধারিত ভাড়া আদায় করছে, আর ৪০ শতাংশ আদায় করছে অতিরিক্ত ভাড়া। তিনি বিআরটিসি বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। ওবায়দুল কাদের বলেন, বিআরটিসি বাসগুলো যেন অপরিষ্কার ও নোংরা না থাকে। এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান ও কর্মকর্তাদের পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে এ নিয়ে আর যেন কোনো যাত্রীর অভিযোগ না আসে সেজন্য বিআরটিসির চেয়ারম্যান ও কর্মকর্তাদের পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি। বৈঠকে বিআরটিসির চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, রাষ্ট্রীয় পরিবহন প্রতিষ্ঠান বিআরটিসি এখন লাভজনক অবস্থানে রয়েছে। বৈঠকে বিআরটিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে