সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৪:৫৮:৫৬

সাকার সাফাই সাক্ষী নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

 সাকার সাফাই সাক্ষী নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

ঢাকা : রিভিউ আবেদন করার পর সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হলে অরাজকতা তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সালাহ উদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে বিদেশি পাঁচ নাগরিকসহ আটজনের সাক্ষ্যগ্রহণ-সংক্রান্ত বিষয়ে সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করার পর এ পর্যায়ে এসে সাক্ষী আনা বা সাক্ষী মানা কোনোটিরই নজির নেই। সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাটি বিচারিক আদালত (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে) এবং সুপ্রিমকোর্টের আপিল বিভাগে মৃত্যুদণ্ড দিয়ে একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সাকার পক্ষ থেকে এর আগেও একই বিষয়ে সাফাই সাক্ষী এবং ডকুমেন্ট জমা দেয়া হয়েছে। তা নিয়ে পর্যালোচনা করে দুটি আদালতে বিষয়টিতে একই সিদ্ধান্ত দেয়া হয়েছে। এরপরও এমন দাবি করাটা অযৌক্তিক। তিনি বলেন, রিভিউ পিটিশন দেখলেই মনে হয়, আদালত একটি ভুল করেছেন। সাকার পক্ষ থেকে দুটি আদালতই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন, একই যুক্তি আবারো তুলে ধরেছেন। মাহবুবে আলম বলেন, এসব আবেদন গ্রহণ করলে অরাজকতা তৈরি হতে পারে। আবেদনগুলো ১৫ দিনের মধ্যে করা উচিত ছিল। এর আগে ট্রাইব্যুনালের আইন চ্যালেঞ্জ করে কয়েকটি রিট করা হয়েছিল। সবক’টি রিটই খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে