সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৬:১৭:৪৯

সাকা চৌধুরীর বিরুদ্ধে সব অভিযোগ বানোয়াট : মাহবুব

 সাকা চৌধুরীর বিরুদ্ধে সব অভিযোগ বানোয়াট : মাহবুব

ঢাকা : বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা, বানোয়াট। জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে মন্তব্য করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন । সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। খন্দকার মাহবুব বলেন, দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় এ ব্যাপারে বিস্তারিত প্রকাশিত হয়েছে। আদালত অনুমতি দিলে তার পক্ষে ডিফেন্সের সাতজন সাক্ষী জোরালো সাক্ষী দেবেন, এর আগে তারা যে হলফনামা আদালতে প্রদান করেছিলেন তা তারা স্বেচ্ছায় প্রদান করেছেন। এগুলোতে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি বলেন, সংবিধানের ১০৪ অনুচ্ছেদের ক্ষমতাবলে ওই সাত ব্যক্তিকে সমন দিয়ে ডেকে আপিল বিভাগ বিষয়টি নিশ্চিত করতে পারেন। ১৯৭১ সালের ২৯ মার্চ পড়াশোনা করার উদ্দেশ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী ঢাকা ত্যাগ করেন। খন্দকার মাহবুব বলেন, ওই সময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী ছিলেন বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী কূটনীতিক মোহাম্মদ ওসমান সিদ্দিক, পাকিস্তানে বসবাসরত বিশিষ্ট স্থপতি মুনিব আরজুমান্দ খান, পাকিস্তানে বসবাসরত বিশিষ্ট সমাজকর্মী আম্বার হারুণ সায়গল, পাকিস্তানে বসবাসরত বিশিষ্ট রাজনীতিবিদ ও মন্ত্রী ইসহাক খান খাকোয়ান, পাকিস্তানে বসবাসরত বিশিষ্ট ব্যক্তিত্ব রিয়াজ আহম্মদ নুন যিনি ভিকারুন নেসা নূনের নাতি ও পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মিয়া সুমরো এবং বাংলাদেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি শামীম হাসনাইন। ট্রাইব্যুনালে এর আগে এই সাত বিশিষ্ট ব্যক্তিকে সাক্ষী হিসেবে উপস্থাপনের অনুমতি চেয়ে আবেদন জানালে ট্রাইব্যুনাল তা বিবেচনায় না নিয়ে শাস্তি কমিয়ে দেন। পরে ওই সাত ব্যক্তি তাদের হলফনামা এফিডেভিট জমা দেন। ১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে