শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭, ০১:২৬:৩৯

এবার আশরাফুলকে নিয়ে দল সাজালেন মাশরাফি

এবার আশরাফুলকে নিয়ে দল সাজালেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: দেশের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ভাবনায় আশরাফুল। তবে শুধু আশরাফুলই নয়, আরও অনেকে রয়েছেন। টেস্টে বাংলাদেশের সফলতম পেসার।  তাকে পেয়েই প্রথম বিশ্বমানের কোনো পেসার পেয়েছিল বাংলাদেশ।

কিন্তু এই বিশ্বমানের বোলারকে বেশি দিন টেস্ট খেলতে দেয়নি নিষ্ঠুর চোট। যার জন্য অনেক আগেই সাদা পোশাককে বিদায় জানাতে হয়েছে মাশরাফির। চলতি শ্রীলংকার বিপক্ষে শততম টেস্ট না খেলতে পারলেও নিজের পছন্দের টেস্ট একাদশ সাজিয়েছেন।  আর এই দলে রয়েছেন টাইগার দলের আরেক সাবেক টেস্ট অধিনায়ক মোহম্মদ আশরাফুল। ।

মাশরাফির একাদশ:

১. তামিম ইকবাল

২. ইমরুল কায়েস

৩. হাবিবুল বাশার

৪. মুশফিকুর রহিম

৫. মোহাম্মদ আশরাফুল (ভবিষ্যতে হয়ত মুমিনুল!)

৬. সাকিব আল হাসান

৭. খালেদ মাসুদ পাইলট

৮. মোহাম্মদ রফিক

৯. সোহাগ গাজী

১০. শাহাদাত হোসেন

১১. মুস্তাফিজুর রহমান

(দ্বাদশ: শুধু ফিল্ডিংয়ের জন্য হলে সাব্বির)
১৭ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে