নিউজ ডেস্ক : দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার নির্মাণাধীন র্যাব সদর দফতরে বোমা বিস্ফোরণের ঘটনার পর এ সতর্কতা জারি করা হয়। আইজি প্রিজনের মিডিয়া উপদেষ্টা মশিউর রহমান সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে জঙ্গি সংশ্লিষ্টতা এবং জঙ্গি হামলায় জড়িতরা অবস্থান করছেন। এমন অবস্থায় কারাগারগুলোতে হামলার আশংকা করা হচ্ছে।’ এ কারণে দেশের সব কারাগারের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের ভেতরে অবস্থিত র্যাবের নির্মাণাধীন দফতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেছেন, ‘জুমার নামাজের আগে ২৫-৩০ বছর বয়সী এক যুবক ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।’
১৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস