সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৮:২৫:১৬

‘হাফে না মানলে ব্যবস্থা’

‘হাফে না মানলে ব্যবস্থা’

ঢাকা : বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি পরিবহন বিআরটিসিসহ অন্যান্য বাসে হাফ ভাড়া নিতে হবে। সোমবার রাজধানীর বিআরটিসি কার্যালয়ে ডিপো ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তাদের কাছ থেকে হাফ ভাড়া না নিলে সঙ্গে সঙ্গে অভিযোগ করবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু কোথাই অভিযোগ জানাতে হবে তা স্পষ্ট করে কিছু বলেননি তিনি। বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে মন্ত্রী জানতে চাইলে তিনি জানান, ১৬টি রুটে ১৩টি বিশেষায়িত মহিলা বাস চলাচল করছে। বিআরটিসির সব বাসে মহিলাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, এসব বাস কী শুধু কেতাবে আছে নাকি গোয়ালেও আছে। বাস ঠিকমতো চলাচল করছে কিনা? বৈঠকে ডিপো ব্যবস্থাপকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিভিন্ন রুটে বিআরটিসি অতিরিক্ত ভাড়া আদায় করছে। এসব অচিরেই বন্ধ করতে হবে। বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে