সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৯:০০:৪৬

নভেম্বরে মিস করতে চান না খালেদা

নভেম্বরে মিস করতে চান না খালেদা

নিউজ ডেস্ক : চিকিৎসা শেষে অক্টোবরের মধ্যেই দেশে ফেরার কথা থাকলেও ফিরছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একাধিকবার তারিখ র্নিধারণ করে বারবার তা পরিবর্তন করা হচ্ছে। শোনা যাচ্ছে, নভেম্বরে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়া। এবার আর মিস করতে চান না তিনি। লন্ডন বিএনপি সূত্রে জানা গেছে, নভেম্বরের ২ তারিখ দেশে ফেরার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০ অক্টোবর দেশে ফেরার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়। এদিকে ১৫ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার সময় পনের দিন পর দেশে ফিরে আসার কথা বলা হয়েছিল তার। পরে ৩ অক্টোবর তিনি দেশে আসবেন বলে জানানো হয়। এরপর ৮ অক্টোবর, ১৬ অক্টোবর এবং সর্বশেষ ২০ অক্টোবর বেগম জিয়া দেশে ফিরতে পারেন বলে জানানাে হয়। তবে অক্টোবরে দেশে ফিরছেন না খালেদা জিয়া এটা চূড়ান্ত। দেশে না ফিরলেও ২৭ নভেম্বর লন্ডনে একটি সভাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সেই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, সমাবেশ শেষে ২ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার। এ জন্য এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টিকিটও বুকিং দেয়া হয়েছে। অবশ্য সেই তারিখেও তিনি দেশে ফিরছেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার যাবতীয় তদারকি করছেন পুত্রবধূ ডা. জোবায়দা রহমান। আর তিন নাতনি আর স্বজনদের নিয়ে সময় কাটছে খালেদা জিয়ার। তবে খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ জানান, চিকিৎসা শেষেই তিনি দেশে ফিরবেন। অবশ্য কবে নাগাদ খালেদা জিয়া দেশে ফিরছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি কেই। ১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে