নিউজ ডেস্ক: আশকোনায় র্যাব কার্যালয়ে আত্মঘাতী হামলা চেষ্টার একদিনের মাথায় এবার একই ঘটনা ঘটেছে এলিট ফোর্সটির একটি চেকপোস্টে। শনিবার (আনুমানিক) ভোররাতে রাজধানীর খিলগাঁওয়ে র্যাব-৩ এর একটি চেকপোস্টে হামলার চেষ্টা চালায় সন্দেহভাজন এক জঙ্গি।
রাজধানীর খিলগাঁও থানাধীন শেখের এলাকায় মোটরসাইকেলে বিস্ফোরক নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তল্লাশি চৌকিতে হামলার চেষ্টা হয়েছে। এ সময় গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাব । হামলায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
র্যাব-৩-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন , আহত দুই র্যাব সদস্য বর্তমানে চিকিৎসাধীন।
র্যাব সুত্র জানিয়েছে, শনিবার ভোর ৫টার দিকে খিলগাঁও শেখের জায়গা নামের স্থানে র্যাবের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করছিলেন র্যাব সদস্যরা।
এ সময় একজন মোটরসাইকেল আরোহী খুব দ্রুত ওই চেক পোস্টের দিকে এগিয়ে আসেন। তখন র্যাব সদস্যরা তাকে সিগন্যাল দিলে তিনি তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে আটকাতে গিয়ে দুই জন র্যাব সদস্য আহত হন।
র্যাব সূত্রে জানা যায়, ওই আরোহীকে বাধা দিতে গেলে তিনি তার বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করেন। তখন র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন ওই দুর্বৃত্ত।
মোটরসাইকেল আরোহীর মরদেহ স্পটেই রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট। তার কাছে কোনো বোমা আছে কি না তদন্ত করে তার মরদেহ উদ্ধার করা হবে বলে জানিয়েছেন র্যাব ৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তুহিম মোহাম্মদ মাসুদ।
এর আগে গতকাল রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় হজক্যাম্পে র্যাবের অস্থায়ী কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ওই হামলার দায় স্বীকার করেছে ‘ইসলামিক স্টেট (আইএস)’। আমাক ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে সংগঠনটির নামে এই হামলার দায় স্বীকার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
আইএসের সংবাদমাধ্যম হিসেবে পরিচিত ‘আমাক’-এ বলা হয়েছে, ঢাকায় র্যাব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে। একজন যুবকের নিহত হওয়ার খবরও সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানে চারজন নিহতের ঘটনার একদিন পর গতকাল শুক্রবার এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, আশকোনার হজক্যাম্পের পাশেই অবস্থিত র্যাবের অস্থায়ী ক্যাম্প। ওই অস্থায়ী ক্যাম্পের নির্মাণকাজ চলছে।
এখানে র্যাব প্রশাসনের কিছু লোকজন আর কিছু নির্মাণশ্রমিক থাকেন। ক্যাম্পের একটি মাত্র গেট। চারদিকে গ্রিল ও দেয়াল দিয়ে বাউন্ডারি দেওয়া। বাউন্ডারির একপাশে দুপুর ১টার দিকে একজন অপরিচিত লোককে হাঁটতে দেখে র্যাবের সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করেন। এ সময় তিনি বোমার বিস্ফোরণ ঘটান। এতে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হন। এ সময় র্যাবের দুই সদস্য ল্যান্স করপোরাল মিজান ও কনস্টেবল আরিফ আহত হন।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে