শনিবার, ১৮ মার্চ, ২০১৭, ০২:০০:২০

ফেসবুকে নিন্দার ঝড়, বাংলাদেশের পতাকা দিয়ে জুতার ডিজাইন

 ফেসবুকে নিন্দার ঝড়, বাংলাদেশের পতাকা দিয়ে জুতার ডিজাইন

নিউজ ডেস্ক: ই-কমার্স ভিত্তিক মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশের পতাকা, মানচিত্রের ছবি এবং মহান শহীদ দিবস, স্বাধীনতা দিবসকে ব্যবহার করে বিভিন্ন ধরনের জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। আর এ কারণেই ফেসবুকে চলছে নিন্দার ঝড়। সোশাল মিডিয়ায় কেউ প্রতিবাদ জানাচ্ছে আবার কেউ কেউ জাজলের বিরুদ্ধে সরাসরি রিপোর্ট করতে বলছে।

ফেসবুকে অনেকেই এই প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে এবং বাংলাদেশের পতাকা, মানচিত্রের ছবি এবং মহান শহীদ দিবস, স্বাধীনতা দিবসকে ব্যবহার করে বিভিন্ন ধরনের জুতা তৈরি নিয়ে মন্তব্য করেছেন। পাঠকদের জন্য সেগুলো তুলে ধরা হলো :

মাহমুদ দোলান লিখেছেন, এই হেয় কর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। রেজা সিদ্দিক লিখেছেন, এরা কারা? বাংলাদেশের পতাকা নিয়ে এমন ব্যবসা করছে? এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করছি।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে ভারতের জাতীয় পতাকা নিয়ে অ্যামাজনের কিছু পণ্যের বিজ্ঞাপণ নানা প্রতিবাদের মাধ্যমে অ্যামাজন তা সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এ ক্ষেত্রে ভারত সরকারের প্রতিবাদ ছিল উল্লেখযোগ্য।
১৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে