নিউজ ডেস্ক: ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কয়েক জায়গায় বজ্র-বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এই পূর্বাভাস আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।
১৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/টিটি/পিএস