নিউজ ডেস্ক: জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জঙ্গি ও সন্ত্রাসবাদের স্থান হবে না। নিজ নিজ এলাকায় জঙ্গি-সন্ত্রাসী থাকলে তাদের তথ্য সংগ্রহ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশুদিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। দলের সিনিয়র নেতাদের পর বক্তৃতা করেন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর পাশে থেকে যিনি দেখেছেন স্বাধীনতা আন্দোলন গড়ে তোলার আদ্যোপান্ত।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট ২০০১ সালের পরেও পাক হানাদারদের মতো এদেশের মানুষকে নির্যাতন করেছিলো, তারাই এদেশে জঙ্গিবাদ এনেছে।
যারা উন্নয়ন দেখলেও গণতন্ত্র দেখছেন না, তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র আছে বলেই উন্নয়নের ধারাবাহিকতা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপরিচালনার সব ক্ষেত্রেই বঙ্গবন্ধু আইন-কানুন করে গিয়েছিলেন, তিনি বেঁচে থাকলে স্বাধীন এই দেশ আরো আগে উন্নত হতো।
১৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/টিটি/পিএস