মানুষ ক্ষমতার পরিবর্তন চায় : এরশাদ
চট্টগ্রাম : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ বলেছেন, দেশের মানুষ বন্দি অবস্থায় রুদ্ধশ্বাস জীবন যাপন করছে। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মায়ের পেটেও শিশুরা এখন নিরাপদ নয়।
সোমবার বিকেলে চট্টগ্রামের পটিয়া আদর্শ স্কুল মাঠে দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, মানুষ শান্তিতে নেই। সেই জন্য প্রয়োজন ক্ষমতার পরিবর্তন। জনগণ পরিবর্তন চায়। এ পরিবর্তনের মাধ্যমে আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে মানুষের মুক্তি নিশ্চিত করবে।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, তার আমলে দেশে কোনো বিদেশি খুন হয়নি। এখন দেশে বিদেশিরাও খুনের শিকার হচ্ছে। এতে করে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে জনগণকে রক্ত ঝরাতে হয়নি। বর্তমানে জনগণের জানমাল নিয়ে খেলা করা হচ্ছে। বিএনপি সরকার উপজেলা পরিষদ বাতিল করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করেছিল।
এরশাদ বলেন, বর্তমান উপজেলা পরিষদ আমি মানি না। আমার সময়ের উপজেলা পরিষদের ক্ষমতা আর বর্তমান উপজেলা পরিষদের ক্ষমতার কোনো মিল নেই।
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহ্বায়ক সামসুল আলম মাস্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।
সমাবেশ শেষে এরশাদ সামসুল আলম মাস্টারকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি ও নুরুচ্ছাফা সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন।
১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�