ঢাকা: সারাদেশেই সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে কোথাও কোথাও আবার দমকা হাওয়াও বইছে। হচ্ছে বজ্রবৃষ্টি।
সোমবার (২০ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানা গেছে, দিনভর চলবে এ বৃষ্টি। বিকেলের পর বৃষ্টি কমে আসবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
২০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি