‘এবার মা দুষ্টদের দমন করেই ফিরবেন’
ঢাকা : বাংলাদেশে যে পরিমাণ পূজা অনুষ্ঠিত হচ্ছে, ভারতেও এমন হয় কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার রাতে রাজধানীর সবুজবাগে শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে দুষ্টের দমন এখনও হয় নাই। দুষ্টরা তাদের চক্রান্তমূলক কাজ কিছুদিন পর পরই করছে। এবার মা ওই দুষ্টদের দমন করেই ফিরবেন।’
এসময় তিনি দেশের সকল মন্ডপে শান্তিময় পরিবেশে উৎসব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানান।’
শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরের কমিটির দাবি অনুযায়ী মন্দিরের পুকুর সংস্কার ও পুকুরের চারপাশ মানুষ যাতায়াতের জন্য বাধাই করার চেষ্টা করব বলেও জানান তিনি।
২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর
�