সোমবার, ২০ মার্চ, ২০১৭, ০৯:৩২:৩৭

শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে হবে : পরিকল্পনামন্ত্রী

শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে হবে : পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে টেকসই করতে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এমপি।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ইন্ডিয়ান টেকনিক্যাল এন্ড ইকনোমিক কো-অপারেশন প্রোগ্রাম এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা আরো বেগবান করতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে, যাতে শিক্ষার হার শতভাগে উন্নীত করার মাধ্যমে ২০৩০ সালে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব হয়।’

অনুষ্ঠানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং ফার্স্ট সেক্রেটারি জিসনো মুখার্জি বক্তৃতা করেন। পরিকল্পনামন্ত্রী ভারতে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দু‘দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। আপনাদের সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়ন হলে ভারত সবচেয়ে বেশী খুশি হবে।
২০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে