দুর্গাপূজা একাল-সেকাল
চন্দ্রশেখর সাহা : একাল-সেকাল। এই সময়-সেই সময়। প্রাচীনকাল, আবহমানকাল ও বর্তমানকাল—এসব অভিব্যক্তি হচ্ছে সময়কে বর্তমান সময়ের দৃষ্টিকোণ থেকে দেখা; একটা অবলোকনের অভিজ্ঞতায় সবার কাছে ব্যক্ত করা। দুর্গাপূজা পারিবারিক, বারোয়ারি, তারপর সর্বজনীন। আজ আন্তর্জাতিক অঙ্গনেও উদ্যাপিত হচ্ছে পূজা। আমাদের বাংলাদেশে, ভারতের পশ্চিমবঙ্গে এবং পৃথিবীর অনেক দেশের সেই শহরগুলোতে, যেখানে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বসবাস রয়েছে। সবাই বছরের এই সময়টা নানাভাবে, নানা ভঙ্গিতে উদ্যাপন করে উৎসবের দিনগুলো। বর্ণিল মাত্রায় আনন্দ উৎসবের আন্তরিক ও বর্ণাঢ্য আনন্দে মেতে ওঠে তারা।
মডেল: সাদিয়া জ্যোতিপূজার ধর্মীয় পরিপ্রেক্ষিত তো আছেই। বর্তমান সময়ে উদ্যাপন, মণ্ডপ তৈরিতে শৈল্পিক নানা প্রচেষ্টা দেখা যায়। আলোকসজ্জায় প্রযুক্তি উন্নয়নের ধারা যোগ করেছে আশ্চর্য রকম বৈচিত্র্য। উদ্যাপনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নাটক, ঢাকের বাজনার প্রতিযোগিতা, ছবি আঁকা, নৃত্যকলা, তারকাদের উপস্থাপনা ও কথন—আরও কত কী যুক্ত হয়েছে! প্রসাদ বিতরণের বিষয়টি আগের মতো আপ্যায়ন ধারায় চর্চিত হচ্ছে পূজা কমিটিগুলোর সাধ ও সাধ্য অনুযায়ী।
বিগত দিনে দুর্গা প্রতিমার সাজসজ্জা ও ভাস্কর্য নির্মাণে পটুয়াদের যেমন শ্রেষ্ঠত্ব অর্জনের অলিখিত প্রতিযোগিতা ছিল, আজও তা সমানভাবে উজ্জ্বল। যদিও সাবেকি ধারার প্রতিমা তৈরির নিপুণতা, দক্ষতা, সৃজনশীলতা ও পরম্পরাকে স্মৃতিতে ধারণ করে আজও কাজ করে চলেছেন, তেমন কারুশিল্পীর সন্ধান পাওয়া সহজ নয়। সিনেমা ও আধুনিক যুগের শিল্পীদের প্রভাবে দুর্গা প্রতিমার নতুন নতুন মুখভঙ্গির উপস্থাপন, অসুরের নাটকীয় আগমন ইত্যাদি পরিলক্ষিত হচ্ছে—এপার-ওপার বাংলা দুই জায়গাতেই ক্লাব, সমিতি ও পূজা কমিটির উদ্ভাবনী চিন্তার কারণে।
সবাইকে নিয়ে ধর্মীয় আঙ্গিকে—সামাজিক উৎসব উদ্যাপন, নতুন পোশাক, উপাদেয় খাবারদাবার, আপ্যায়নের আগ্রহ ও উপহার বিতরণ—সবই প্রতিবছর নতুন মাত্রা তৈরি করে চলেছে। সময়ের গতিময়তায় যা আজ সর্বজন আদৃত।
বাংলাদেশে ফ্যাশন হাউসগুলো এবং পোশাক তৈরি ও বিপণন প্রতিষ্ঠানগুলো দুর্গাপূজার উৎসবকে বছরের একটি লাভজনক ব্যবসার বিশেষ সময় হিসেবে বিবেচনা করছে এখন। বিশেষ রং, বিশেষ গল্প তৈরিতেও পিছিয়ে নেই প্রতিষ্ঠানগুলো। পূজা উদ্যাপনের চার দিনই নতুন পোশাক পরার এবং নিজেকে অন্য রকমভাবে সাজানোর একটা আকাঙ্ক্ষা পোষণ করে সবাই নিজ নিজ সাধ ও সাধ্য অনুযায়ী, যা পূজার বেশ আগে থেকেই শুরু হয়ে যায়। মেয়েদের শাড়ি পরা, ছেলেদের ধুতি-পাঞ্জাবি কিংবা পাঞ্জাবি-পায়জামা পরার একান্ত ইচ্ছেটুকু দিনের বেলায় ধর্মীয় পরিপ্রেক্ষিতে উদ্যাপনের সময় দেখা যায়। আবার সন্ধ্যায় পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা অন্য পূজামণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখার সময় হাল ফ্যাশনের পোশাক পরতেও দেখা যায়। পুরুষের গায়ে উত্তরীয়ও বহাল তবিয়তে জায়গা করে নেয়—দুর্গার মুখচ্ছবির গ্রাফিক ছাপা টি-শার্টের সঙ্গে। জিন্সের প্যান্ট কোনোই বিড়ম্বনা তৈরি করে না।
পূজার আয়োজনে, সাজে ঐতিহ্যবাহী রূপটাও দেখা যায়আগেকার পূজা উদ্যাপনের সঙ্গে এ সময়ের পূজা উদ্যাপনে পার্থক্য শুধু এটুকুই যা দেখা যায়—নানাবিধ উপকরণ, প্রেক্ষিত, আঙ্গিক ও মানবিক বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির সংযোজন। আজ যে কেউ নতুন খাবার, নতুন পোশাক, নতুন সান্ধ্য আরতি, নতুন ঢাকের বাজনা, নতুন ভাবনার দুর্গা প্রতিমা, পূজামণ্ডপ পর্যবেক্ষণ ও অনুভব করার মিনিট দু-একের মধ্যেই ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে দূর-দূরান্তে।
এই চার দিনের মধ্যেই শত-সহস্র মানুষ বিশেষ এবং অভূতপূর্ব দর্শনীয় বিষয়বস্তুগুলো অবলোকনের অবগাহনে পরিতৃপ্ত হচ্ছে। আনন্দে, অনুভবে আক্ষেপে কিংবা উৎফুল্লতায় আপ্লুত হচ্ছে। সময়ের মহাকালব্যাপী যে গতিময় চলমানতা, সেখানে ঐতিহ্য পরম্পরার নির্যাস যেমন প্রোথিত রয়েছে, ঠিক তেমনি সময়ের বহুবিধ ধারণা ও ভাবনাগুলোও বিকশিত হচ্ছে সর্বসাধারণের মনোযোগ, আগ্রহ ও উদার দৃষ্টিভঙ্গির কারণে।
প্রতিদিনের আকাশ সংস্কৃতিতে পূজা উপলক্ষে নানাবিধ অনুষ্ঠান, ম্যাগাজিনের বিশেষ সংখ্যা, বিশেষ প্রতিবেদন, দৈনিক সংবাদপত্রের পূজাবিষয়ক ফিচার, রেসিপি ও আলোকচিত্র ইত্যাদি সবই সবাইকে জানায় কোথায় কী হচ্ছে। একই সঙ্গে সময়ের ট্রেন্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করছে। পূজা উদ্যাপনের দিনগুলোতে নিরামিষের প্রাধান্য থাকলেও আমিষও আজকাল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আধুনিক প্রজন্মের কাছে পারিবারিক ঐতিহ্য, ছোঁয়াছুঁয়ি, বাছবিচার, ধর্মীয় অনুশাসন ও বিধিনিষেধের দর্শনগুলো ঐচ্ছিক বিষয়ে রূপান্তরিত হয়েছে।
দুর্গা পূজা উদ্যাপনে আনন্দ ও হাসিখুশি মনোভাব তৃপ্তি ও আকাঙ্ক্ষার ইচ্ছেগুলো শুধু একটি বিষয়েই সীমাবদ্ধ নেই আজ। পূজামণ্ডপে পূজা শেষে অঞ্জলি দিচ্ছে যেই তরুণ-তরুণী, সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত বা নৃত্যেও তাদের দেখা যেতে পারে। আবার পারিবারিক অতিথি আপ্যায়নেও তাদের ভূমিকা যেমন উজ্জ্বল, ঠিক তেমনি পূজার পোশাক ফ্যাশন ও খাবারদাবারের নতুন ভাবনার প্রাপ্তির গল্পগুলোও ফেসবুকে আপলোড করছে তারা সমান অন্তরিকতার সঙ্গে।
সুতরাং একাল ও একদিন আগামী সময়ে সেকালের নামেই পরিচিত হবে। আনন্দ উৎসব ও উদ্যাপন রইবে তার আপন মহিমায় সময়ের প্রেক্ষাপটে, প্রতিদিন নতুন ভঙ্গিতে চলমান। সর্বজনীন দুর্গাপূজা সবার জন্য, সবার কল্যাণে এক মহামিলনের ধর্মনিরপেক্ষ সংগীতের সমাহার।-প্রথমআলো
লেখক: ডিজাইনার
২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে
�