নিউজ ডেস্ক: অবৈধভাবে ভারত থেকে ফিরে আসার সময় সাতক্ষীরার কুশখালি সীমান্তে ১৩ শিশুসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। বুধবার মধ্যরাতে তাদেরকে আটক করা হয়।
আটকদের মধ্যে চারজন নারী, সাতজন পুরুষ ও ১৩জন শিশু রয়েছে।
আটকরা হলেন- নাজির উদ্দিন, তার স্ত্রী সেতারা বেগম, জয়নাল আবেদিন, তার স্ত্রী নুরজাহান বেগম, আবদুল হোসেন, তার স্ত্রী ফাতেমা বেগম, নুরুল্লাহ, তার স্ত্রী নুরজাহান বেগম, নাজির হোসেন, সাঈদুল ইসলাম ও জাহাঙ্গীরসহ বিভিন্ন বয়সের ১৩জন শিশু।
বিজিবির কুশখালি বিওপি কমান্ডার নায়েক সুবেদার নাসিরউদ্দিন জানান, আটকরা কিছুদিন আগে কাজের জন্য ভারতে গিয়েছিল। তাদের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার লেবুছড়ি, ফুলতলি ও সালামিপাড়া গ্রামে। তাদের কাছে ভারতে যাতায়াতের জন্য কোনো বৈধ কাগজপত্র নেই। তাদের বিরুদ্ধে মামলার পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে
২৩ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর