আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রাজধানী লন্ডনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শেখ হাসিনা বুধবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেস সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী এই হামলায় ৫ জন নিহত ও ৪০ জন আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল বুধবার যুক্তরাজ্যে পার্লামেন্ট হাউসের কাছে ভয়াবহ হামলার পর দেশটির প্রতি সংহতি প্রকাশ করছেন বিশ্ব নেতৃবৃন্দ। পার্লামেন্টের বাইরে একক ব্যক্তির চালানো এ হামলায় পাঁচজন নিহত হয়। সে এ হামলার কাজে একটি গাড়ি ও ছুরি ব্যবহার করে।
ফ্রান্স ও জার্মানির নেতারা যুক্তরাজ্যকে তাদের সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। উল্লেখ্য, দেশ দু’টি গত বছর বড় ধরনের সন্ত্রাসী হামলার শিকার হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় শোক প্রকাশ এবং যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।
ওয়েস্টমিনস্টার ব্রিজে গাড়ির ধাক্কায় আহত ২০ জনের মধ্যে স্কুলে পড়া তিন ফরাসি শিশু ও রোমানিয়ার দুই নাগরিক রয়েছে।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাতে প্যারিসের আইফেল টাওয়ারের আলো নিভিয়ে দেয়া হয়।
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ব্রিটেনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, ‘সন্ত্রাসবাদ আমাদের সকলের জন্যই উদ্বেগের বিষয়। ব্রিট্রিশ জনগণ আজ কত ভোগান্তির মধ্যে রয়েছে ফ্রান্স তা উপলব্ধি করতে পারছে।’
গত বছরের জুলাই মাসে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস নগরীতে এক ব্যক্তির গাড়ি হামলায় ৮৪ জন নিহত হয়। পরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ব্রিটিশ জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। উল্লেখ্য, গত ডিসেম্বরে বার্লিনে এক লরি হামলায় ১২ জন নিহত হয়। এ হামলারও দায় স্বীকার করে আইএস।
ব্রিটিশ সংসদে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, এই ভয়াবহ সময়ে সন্ত্রাসবাদকে দমন করতে ভারত সবসময় ব্রিটেনের পাশে আছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যাকম টার্নবুল ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রাট যুক্তরাজ্যে হামলার ঘটনায় সে দেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভা এ হামলায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শিং জিনপিং এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
২৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস