স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল। চার বছর আগে দক্ষিণ কোরিয়া থেকে ইউনিফায়েড ফ্লোর হকিতে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল বাংলাদেশ পুরুষ দল। ওই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার স্পেশাল অলিম্পিক উইন্টার ওয়ার্ল্ড গেমসে পুরুষদের পাশপাশি মেয়েদের দলও অস্ট্রিয়ায় পাঠিয়েছিল বাংলাদেশ স্পেশাল অলিম্পিক।
দুই বিভাগেই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে পুরুষ দল পারেনি তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে, মেয়েরা প্রথম অংশ গ্রহণেই করেছেন বাজিমাত। ফাইনালে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। রোববার স্বাধীনতা দিবসের সকালে সাফল্যের স্মারক নিয়ে ফিরছেন অদম্য এ নারীরা।
দুই বিভাগের ফাইনাল ছিল বাংলাদেশ সময় গত রাত ১টার পর। মেয়েদের ফাইনালটাই হয়েছে আগে। ইরানকে হারিয়ে মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার খুশির খবর শুনেই উগান্ডার বিপক্ষে ফাইনালে নেমেছিল পুরুষ দল। কিন্তু তারা পারেনি ফাইনাল জিতে শ্রেষ্ঠত্বের মুকুটটা ধরে রাখতে।
মেয়েদের এ সাফল্যে দারুণ খুশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের পরিচালক ফারুকুল ইসলাম। সকালে জাগো নিউজকে খবরটি জানিয়ে বলেছেন, ‘আমাদের এ মেয়েদের দলটি একদম নতুন। দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রায়ালের মাধ্যমে এ মেয়েদের বাছাই করে বিকেএসপিতে প্রশিক্ষণ দিয়েছি। প্রথম অংশ গ্রহণেই ওরা দারুন ফলাফল করলো। ছেলেরা চ্যাম্পিয়ন হলে সাফল্যে পূর্ণতা আসতো।’
রোববার সকালে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরেই চ্যাম্পিয়ন নারী আর রানার্সআপ পুরুষ দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক।
২৪ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর