শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০৫:০৮:৪৪

আত্মসমর্পণ করেনি, গ্রেনেড হামলার পর জঙ্গিদের সাথে পুলিশের গুলির লড়াই চলছে

আত্মসমর্পণ করেনি, গ্রেনেড হামলার পর জঙ্গিদের সাথে পুলিশের গুলির লড়াই চলছে

নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আস্তানায় অবস্থানকারী জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। তবে এখনো তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। জানালেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।  পুলিশের দাবি, জঙ্গিরা ৩ দফা গ্রেনেড হামলার পর থেমে থেমে গুলিও করছে। জবাবে গুলি ছুঁড়ছে পুলিশও। শুক্রবার ভোর থেকেই ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, ‘আতিয়া মহল’ বাড়িটির মালিক উস্তার আলী জানান, বেসরকারি একটি কোম্পানির কর্মকর্তা পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন কাওসার আহমদ নামের এক যুবক।
তিনি জানান, গেলো জানুয়ারি মাসে বাসাটি ভাড়া নেন কাওসার। ভাড়া নেয়ার সময় তিনি তার স্ত্রীর নাম মর্জিনা বলেও জানিয়েছিলেন।

পুলিশের ধারণা, চট্টগ্রাম ও ঢাকায় সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযানের পর ওই বাড়িতে আস্তানা গেড়েছে নব্য জেএমবির জঙ্গিরা। এই আস্তানায় নব্য জেএমপির শীর্ষনেতা মুসা ও নারী জঙ্গি মর্জিনাসহ আরো ২/১ জঙ্গি আশ্রয় নিয়েছেন।

ঢাকা-চট্টগ্রামে অভিযানের পর আটক জঙ্গিদের দেয়া তথ্যেই ৫তলা বিশিষ্ট আতিয়া মহল শুক্রবার ভোরে ঘেরাও করে পুলিশ।এই অভিযানের লক্ষ্যে বৃহস্পতিবার রাতেই সিলেট আসে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল।
১৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে