নিউজ ডেস্ক : জুনিয়র স্কুল সার্টিফিকেট ও এসএসসি পর্যায়ে পাঁচটি বিষয় কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জেএসসিতে আগামী শিক্ষাবর্ষ এবং এসএসসিতে ২০১৯ সাল থেকে শিক্ষার্থীরা যথাক্রমে তিনটি ও দুটি বিষয়ে কম পরীক্ষা দেবে।
কর্মকর্তারা জানান, আগামীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১৩টি বিষয়ের পরিবর্তে ১০টি বিষয়ের ওপর পরীক্ষা নেয়া হবে। অর্থাৎ তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিষয়গুলো হচ্ছে- চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা। আর ২০১৯ সালের এসএসসিতে শারীরিক শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পরীক্ষা বাতিল করা হয়েছে।
তবে এসব বিষয়ে শ্রেণি কক্ষে মূল্যায়ন করা হবে। বুধবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভায় নবম-দশম শ্রেণির পাঠ্যসূচিও চূড়ান্ত করা হয়েছে। সম্প্রতি কক্সবাজারে দেশের বরেণ্য শিক্ষাবিদদের মতামতের আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) চৌধুরী মুফাদ আহমদ বলেন, বিষয় কমানো সংযোজন একটি চলমান প্রত্রিুয়া। প্রতি বছর অন্তর অন্তর এটি হয়। এ ছাড়া সম্প্রতি দেশের বরেণ্য শিক্ষাবিদরা এ ব্যাপারে মতামত দিয়েছে।
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস