নিউজ ডেস্ক : তিস্তার পানি বণ্টন চুক্তি এবার না হলেও কিছুদিন পরে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদত এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
শুক্রবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দুই দেশের মধ্যে যেসব চুক্তি হবে, তা হবে বাংলাদেশের স্বার্থেই। তবে তিস্তা চুক্তি সময়ের ব্যাপার। গঙ্গা চুক্তি যার হাত ধরে হয়েছে, তিস্তা চুক্তিও তিনিই করবেন। সব প্রক্রিয়া শেষ পর্যায়ে। চুক্তি সময়মতো হবে।
তিনি বলেন, ‘আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। চুক্তি সামরিক-অসামরিক যে চুক্তিই হোক, তা হবে বাংলাদেশের স্বার্থে। চুক্তি হবে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে। এর বাইরে কোনো চুক্তি হবে না।’
উল্লেখ্য, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা নিয়ে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আপত্তিতে তা আটকে যায়। এরপর নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় এসে উদ্যোগী হলেও তিস্তার জট খোলেনি।
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস