সাকা-মুজাহিদের রিভিউ শুনানি ২ নভেম্বর
ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মুত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ শুনানি আপলি বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ২ নভেম্বরর শুরু হবে।
এর আগে গেল বৃহস্পতিবার ফাঁসির দণ্ডপ্রাপ্ত শীর্ষ দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। সাকা চৌধুরীর পক্ষে অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী এবং মুজাহিদের পক্ষে অ্যাডভোকেট শিশির মুহম্মদ মুনীর গতকাল বুধবার পৃথকভাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করেন। এসব রিভিউ আবেদনে যুক্তি তুলে ধরে মৃত্যুদণ্ডাদেশ পর্যালোচনা করে খালাস দেওয়ার আর্জি জানানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর পক্ষে ১০৮ পৃষ্ঠার রিভিউ
আবেদনে মূল দশটি যুক্তি তুলে ধরা হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের পক্ষে ৩৮ পৃষ্ঠার মূল 'রিভিউ' আবেদনে ৩২টি যুক্তি তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুই আসামির পক্ষে রিভিউ আবেদন দুটির ওপর শুনানি করবেন প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ