মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০২:১২:৪৭

প্রবৃদ্ধি হতে পারে ৬.৫ শতাংশ : বিশ্বব্যাংক

প্রবৃদ্ধি হতে পারে ৬.৫ শতাংশ : বিশ্বব্যাংক

ঢাকা : লতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% হতে পারে। তবে ভোগ বৃদ্ধি ও রপ্তানি বাড়ার ওপর তা নির্ভর করছে। এ কথা বলেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার সকালে ঢাকায় বিশ্বব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মূল বক্তব্য দেন। সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬.৭ শতাংশ হতে পারে। উল্লেখ্য, চলতি অর্থবছরে সরকার ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে প্রাক্কলন করেছে। গত অর্থবছরে ৬.৫১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে