সোমবার, ২৭ মার্চ, ২০১৭, ০৯:১১:৩৫

জঙ্গি আস্তানা সন্দেহে পল্লবীর ৩টি বাড়িতে পুলিশের অভিযান

জঙ্গি আস্তানা সন্দেহে পল্লবীর ৩টি বাড়িতে পুলিশের অভিযান

নিউজ ডেস্ক : সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে রাজধানীর পল্লবী বর্ধিত এলাকার ৩টি বাড়ি ঘিরে রেখে তল্লাশি করছে পুলিশ। সোমবার বিকেলে জঙ্গিবিরোধী এই অভিযানের খবর পাওয়া যায়।

স্থানীয়রা জানান,  বিকাল পাঁচ থেকে ঘেরাও করে তল্লাশী করছে। তবে এখনো কোন আলামত পায়নি। সিলেটে আতিয়া মহলকে ঘিরে চারদিনের সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের অভিযান চলার মধ্যেই এবার রাজধানীতে এমন অভিযান শুরু হলো।

এর আগে রাজধানীর মিরপুর মডেল থানাধীন পার্বতা সেনপাড়া এলাকা থেকে জঙ্গি সন্দেহে চার যুবককে আটক করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।  

তিনি আরো জানান, ওই এলাকার একটি বাসায় অবস্থান করে জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এদিকে, সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ নামের বাড়িতে সেনাবাহিনীর ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু হয় বৃহস্পতিবার রাতে। চতুর্থ দিনে এসে আজ  মঙ্গলবার এই অভিযান এখন শেষের পথে। এখন সেখানে  অভিযান শেষ হয়নি! তবে নারীসহ চারজন জঙ্গি নিহত হয়েছে। ভেতরে আর কোনও জঙ্গি জীবিত নয় বলে জানিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

এই জঙ্গি আস্তানাকে ঘিরে অভিযান চলাকালীন দুই পুলিশকর্মকর্তাসহ ৬ জন নিহত হয়েছেন।  আহত হন প্রায় অর্ধশত। সেনা কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে শীর্ষ কোনও জঙ্গি আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এটা নিশ্চিত করে বলতে পারছি না। সেটা র‌্যাব বা পুলিশ নিশ্চিত করতে পারবে। আমরা ভেতর থেকে ডেড বডি নিয়ে এসেছি। আস্তানা থেকে তারা কেউ বের হতে পারেনি। অপারেশন প্রক্রিয়ার মধ্যেই তারা নিহত হয়েছে। তবে, তারা কখন নিহতে হয়েছে, সুনির্দিষ্টভাবে তার সময় বলা যাচ্ছে না।’
২৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে