বুধবার, ২৯ মার্চ, ২০১৭, ১২:৪১:৩১

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে র‌্যাবের গোয়েন্দা প্রধান

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে র‌্যাবের গোয়েন্দা প্রধান

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। মঙ্গলবার রাতে সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, “র‌্যাবের গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদের অবস্থা ‘ভেরি ক্রিটিকাল’। ওনার কোনও ‘প্রোগ্রেস’ নেই। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।”

কর্নেল আজাদ মাউন্ট এলিজাবেথ  হাসপাতালের নিউরো সার্জন ডা. লি কিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা অপরিবর্তিত। তার চিকিৎসা চলছে।’ এসময় তিনি আজাদের জন্য  সবার দোয়া কামনা করেন।

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ একটি বোর্ড গঠন করেছে।

শনিবার সন্ধ্যায় সিলেটের শিববাড়ির পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণে আহত হন র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে ওই রাতেই তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। পরে রোববার রাত ৮টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়।

২৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে