উজ ডেস্ক: সিলেটের পরে এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে ‘অপারেশন টোয়াইলাইট’ শেষ হওয়ার পরদিনই আজ বুধবার ভোর থেকে বাড়ি দুইটি ঘিরে রাখে পুলিশ।
মৌলভীবাজারে বড়হাট ও সরকারবাজার ফতেহপুর এলাকায় দুইটি বাড়ি ঘিরে রখেছে র্যাব ও পুলিশের সদস্যরা।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহাজালাল বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রাত থেকে ওই বাড়ি দুটি ঘিরে রাখা হয় বলে মৌলভীবাজারের পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন।
শহরের মধ্যে তিনতলা একটি ভবনে এবং মৌলভীবাজার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ফতেহপুর এলাকায় আরেকটি বাড়িকে ঘিরে রাখা হয়েছে।
এর মধ্যে একটি বাড়িতে পুলিশ ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। মৌলভীবাজার পুলিশের এএসপি (সদর দপ্তর) বলেন, " আমরা অভিযানে আছি।
জঙ্গি সন্দেহে বাড়ি দুটি ঘিরে রাখা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, "তারা ভেতর থেকে গ্রেনেড চার্জ করছে । এরপরও জঙ্গি কি-না কোন সন্দেহ আছে?"
স্থানীয় একজন সাংবাদিক জানাচ্ছেন, ওই এলাকায় সকালে বিকট আওয়াজ শোনা গিয়েছে। এরপর সকাল থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।
এর আগে গতকালই শেষ করা হয় সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান। এই জঙ্গীবিরোধী অভিযান ছিল বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বেশি সময় ধরে চলা, এবং সবচেয়ে রক্তক্ষয়ী।
তাছাড়া রাজধানীর মিরপুর মডেল থানাধীন পার্বতা সেনপাড়া এলাকা থেকে জঙ্গি সন্দেহে চার যুবককে আটক করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. নজরুল ইসলাম জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
তিনি আরো জানান, ওই এলাকার একটি বাসায় অবস্থান করে জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এদিকে, সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ নামের বাড়িতে সেনাবাহিনীর ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু হয় বৃহস্পতিবার রাতে। নারীসহ চারজন জঙ্গি নিহত হয়েছে। ভেতরে আর কোনও জঙ্গি জীবিত নয় বলে জানিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে