বুধবার, ২৯ মার্চ, ২০১৭, ১১:৫৭:২২

বিশ্বের সর্বোচ্চ টাওয়ার সাজল বাংলাদেশের জাতীয় পতাকার রঙে

বিশ্বের সর্বোচ্চ টাওয়ার সাজল বাংলাদেশের জাতীয় পতাকার রঙে

নিউজ ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বের সবচেয় উঁচু ভবন বুর্জ খলিফার আলোকসজ্জা করা হয়েছিল জাতীয় পতাকার রঙে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এ বুর্জ খলিফা টাওয়ারটি অবস্থিত।

বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে বুর্জ খালিফা কর্তৃপক্ষ এ বিশেষ উদ্যোগ নেয়। স্বাধীনতা দিবসে রাত ১২ টা ১ মিনিটে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার দুবাইয়ের বুরুজ আল খলিফায়  লাল সবুজের পতাকার লেজার শো প্রদর্শনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

১৬০ তলাবিশিষ্ট 'বুর্জ খলিফা'র মোট উচ্চতা ২,৭১৭ ফুট। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার রঙে টাওয়ারটি সজ্জিত করায় দুবাই সরকার কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীরা। পাশাপাশি এ উদ্যোগের পেছনের ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাতস্থ দুবাই কনসুলেট, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এ ভবনটি তৈরিতে কাজ করেছেন বহু বাংলাদেশি। এ উপলক্ষে প্রবাসী শ্রমিকরাও বাংলাদেশের স্বাধীনতা দিবসকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাদের অনেকেই প্রবাসে স্বাধীনতা দিবসের এ স্বীকৃতি দেখে আনন্দে অভিভূত হয়ে পড়েন।
২৯ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে