নিউজ ডেস্ক : স্ত্রীর গুরুতর অসুস্থতার খবর শুনে জরুরি ভিত্তিতে লন্ডন গেলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা জানান, সৈয়দ আশরাফের স্ত্রী শীলা ইসলাম ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তায় বাঁচিয়ে রাখা হয়েছে।
এর আগে গত ২৮ অক্টোবর তার অসুস্থ স্ত্রীর পাশে থাকার জন্য ১৫ দিনের ছুটি নিয়ে লন্ডনে যান জনপ্রশাসনমন্ত্রী। লন্ডনে তার স্ত্রী ও মেয়ে থাকেন।
৩০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস