বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭, ১১:৪৯:১৪

গঠিত হচ্ছে ‘মন্ত্রিসভা’, স্কুল শিক্ষার্থীরাই হচ্ছে প্রধানমন্ত্রী-মন্ত্রী!

গঠিত হচ্ছে ‘মন্ত্রিসভা’, স্কুল শিক্ষার্থীরাই হচ্ছে প্রধানমন্ত্রী-মন্ত্রী!

নিউজ ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কৈশোর থেকে গণতন্ত্র চর্চা এবং স্কুল-মাদরাসার পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত করতে দেশের মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসায় ‘স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন’ গঠন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এর বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এদিকে আজ বৃহস্পতিবার সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন। এতে স্কুলের ছাত্রছাত্রীরা ভোট দেবে, তাদের ভোটেই নির্বাচিত হবে প্রধানমন্ত্রী-মন্ত্রী। সেই প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা মিলে গঠিত হবে মন্ত্রিসভা। নির্বাচন হবে সিটি করপোরেশন এবং উপনির্বাচন থাকা এলাকায়। আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৬ হাজার ৫০৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬ হাজার ৪০২টি দাখিল মাদ্রাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
 
নির্বাচনে এক লাখ ৮৩ হাজার ২৭২টি পদের জন্য ২ লাখ ৭১ হাজার ২৯৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দেবেন ১ কোটি ৩ লাখ ৯৮ হাজার ৫৫১ জন শিক্ষার্থী। প্রাথমিক বিদ্যালয়ে ২০১০ সাল থেকে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন করা হলেও মাধ্যমিক স্তরে ২০১৫ সাল থেকে কিশোর শিক্ষার্থীদের মন্ত্রিসভা গঠনে এ নির্বাচন হচ্ছে। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয়বারের মতো। আর সিটি করপোরেশন ও উপনির্বাচন থাকা এলাকায় ছোটদের মন্ত্রিসভা গঠনের এ ভোট হবে আগামী ৮ এপ্রিল। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আটজন প্রতিনিধির সমন্বয়ে এক বছরের জন্য স্টুডেন্ট ক্যাবিনেট গঠিত হবে।

নির্বাচনে নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং শৃঙ্খলার দায়িত্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই পালন করবে। এ বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা সার্বিক সহযোগিতা করবেন।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ক্যাবিনেটের কর্মপরিধিতে থাকবে পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য; ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম, পানিসম্পদ, বৃক্ষরোপণ ও বাগান তৈরি, দিবস পালন ও অনুষ্ঠান সম্পাদন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি। নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী সাতদিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে প্রথম বৈঠকে বসবে কিশোর শিক্ষার্থীদের মন্ত্রিসভা। বৈঠকে ‘কেবিনেট প্রধান’ নিজেদের মধ্যে কর্মবণ্টন, সহযোগী সদস্য মনোনয়ন এবং সারা বছরের কর্মপরিকল্পনা করবে।

প্রসঙ্গত, সিটি করপোরেশন এবং জাতীয় সংসদের উপনির্বাচনের কারণে কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলা এবং সুনামগঞ্জের শাল্লা ও দিরাই উপজেলায় আগামী ৮ এপ্রিল স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হবে।-বিডি প্রতিদিন
৩০ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে