বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭, ০১:৪৪:১১

জঙ্গিদের ইন্ধনদাতা খালেদা জিয়া: ইনু

জঙ্গিদের ইন্ধনদাতা খালেদা জিয়া: ইনু

নিউজ ডেস্ক: জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে অভিহিত করে দেশে এর ইন্ধনদাতাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর এক্ষেত্রে জঙ্গিদের ইন্ধনদাতা হিসেবে আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করেছেন।
বুধবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। গণতন্ত্রের সঙ্গে জঙ্গিবাদের কোনও সম্পর্ক নেই। জঙ্গিরা ধর্ম মানে না, এরা মানবরূপী দানব। পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো মুসলিম দেশেও জঙ্গি হামলা হচ্ছে। অথচ এ সব দেশে ইসলামের কোনও ঘাটতি নাই। তাই পুরো বিশ্বের সঙ্গে বাংলাদেশকেও জঙ্গিবাদ মোকাবিলা করতে হচ্ছে। এই মোকাবিলায় একমাত্র খালেদা জিয়া ছাড়া দেশের সব মানুষ জঙ্গিদের বিরুদ্ধে, তাই খালেদা জিয়ার মুখে জাতীয়ভাবে জঙ্গি মোকাবিলার কথা মানায় না।
তিনি আরও বলেন, খালেদা জিয়া ২৫ মার্চ গণহত্যা দিবসকে অস্বীকার করেছেন, কারণ তিনি পাকিস্তানি রাজাকার, আলবদরদের দোসর। জিয়াউর রহমান রাজাকারদের রাজনীতিতে পুনর্বাসিত করেছেন। খালেদা জিয়া তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন। সারা দেশ যখন ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করছে সেখানে সেই হত্যাকারীদের জন্য অন্তর কাঁপছে খালেদা জিয়ার।
খালেদা জিয়াকে পাকিস্তানিদের নব্য দালাল ও প্রতিনিধি হিসেবেও অভিহিত করেন তিনি।

ইনু আরও বলেন, আগুনে মানুষ পুড়িয়ে মারার ক্ষেত্রে যারা ইন্ধন জোগায়, গণতন্ত্রের রাজনীতিতে তাদের অংশগ্রহণ মানায় না। জঙ্গিদের নির্মূল করার পাশাপাশি জঙ্গি প্রতিনিধি খালেদা জিয়াকেও রাজনীতি থেকে চির বিদায় জানানোর আহ্বান জানান তিনি।
৩০ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে