মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০৭:৪৭:২৪

স্কুলে ভর্তি, নতুন উদ্যোগ!

 স্কুলে ভর্তি, নতুন উদ্যোগ!

ঢাকা : সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ৪০ শতাংশ ‘এলাকা কোটা’ চালুর উদ্যোগ নিতে পারে। এ সিদ্ধান্ত চূড়ান্ত হলে সেই এলাকারই ৪০ ভাগ শিক্ষার্থীকে আগে ভর্তি করতে হবে। বাকি আসনে এলাকার বাইরের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক সভায় এ বিষয়ে একমত হয়েছেন বলে জানা গেছে। শিক্ষামন্ত্রী-সচিবের মতামত নিয়ে বিষয়টি চূড়ান্ত করা হবে। বুধবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুহী রহমান সাংবাদিকদের বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৪০ শতাংশ এলাকা কোটা রাখার বিষয়ে একমত হয়েছে। সভায় মন্ত্রী ও সচিব না থাকায় সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়নি। মন্ত্রী-সচিবের অনুমোদনের পর বিষয়টি আগামী শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালায় যুক্ত হবে। মঙ্গলবারের সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুগ্ম-সচিব রুহী রহমান জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে জেলা পর্যায়েও অনলাইনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে একমত হয়েছেন। এ বিষয়টিও ভর্তি নীতিমালায় যুক্ত হবে। বর্তমান নীতিমালা অনুযায়ী, অনলাইনের মাধ্যমে ঢাকাসহ অন্য মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি হয়। ২০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে