মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ১০:২৪:০৬

নিরাপদবোধ করছেন রাষ্ট্রদূতরা

নিরাপদবোধ করছেন রাষ্ট্রদূতরা

ঢাকা : সরকার বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করায় আগের চেয়ে বেশি নিরাপদবোধ করছেন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন ও জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিনজ। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তারা। পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রথমে সাক্ষাৎ করেন পিয়েরে মায়াদুন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিদেশি নাগরিক হত্যাসহ বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি। বাংলাদেশ-ইইউ যৌথ কমিশনের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, গুলশান ও বনানীসহ কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা থাকায় আগের চেয়ে বেশি নিরাপদবোধ করছি । এরপর পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন টমাস প্রিনজ। জার্মান রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতির কারণে আগের চেয়ে তিনি বেশি সতর্কতার সাথে চলাফেরা করছেন। আগের চেয়ে বেশি নিরাপদ বলে মনে করছেন তিনি। ২০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে