মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ১০:৪৪:২৪

‘তেঁতুল হুজুরদের কথায় দেশ চলবে না’

‘তেঁতুল হুজুরদের কথায় দেশ চলবে না’

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও তেঁতুল হুজুরদের কথায় দেশ চলবে না। কোনো এক জঙ্গি সংগঠন চিঠির মাধ্যমে হুমকি দিয়েছে, সব জায়গায় নারীরা তাদের কর্মক্ষেত্রে থাকতে পারবে না। এমন বক্তব্য শুধু জঙ্গি ও তেঁতুল হুজুরদের কথা। মঙ্গলবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলের হলরুমে ইউনিসেফ আয়োজিত ‘দশম মীনা মিডিয়া পুরস্কার-২০১৫’ বিজয়ীদের মাঝে বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউনিসেফের শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশম মীনা মিডিয়া পুরস্কারের বিচারক জাকির হোসেন, অভিনেত্রী আরিফা জামান মৌসুমী, একাত্তর টেলিভিশনের উপস্থাপক মিথিলা ফারজানা। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে নারীরা থাকবেন এবং তারাই দেশ পরিচালনা করবেন। থাকবে না শুধু জঙ্গিরা। জঙ্গিদের কেউ ভয় পাবেন না। আপনারা জোট বেঁধে মাথা উঁচু করে নিশ্চিন্তে থাকুন। জয় আপনাদের হবেই। তিনি বলেন, আমরা এসব হুমকিদাতা জঙ্গিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব। স্বাধীনতার প্রশ্নে বাংলার মানুষ কখনো পাকিস্তানিদের কাছে মাথানত করেনি। আগাছার মতো গজিয়ে ওঠা জঙ্গিদের কাছেও তারা মাথানত করবে না। রাজনৈতিক দল ও নেতাকর্মীদের প্রতি দৃষ্টি আকর্শন করে মন্ত্রী বলেন, রাজনৈতিক দল ও নেতাকর্মীরা মনোযোগী হলে নারীদের প্রতি যে লিঙ্গ বৈষম্য আছে তা বাংলাদেশ থেকে চিরতরে দূর করা সম্ভব। নারীদের প্রতি রাজনৈতিক দল ও নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ২০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে