রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৮:৩৭

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে যোগ দেবে দিনমজুরের মেয়ে

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে যোগ দেবে দিনমজুরের মেয়ে

মৌলভীবাজার : জাতিসংঘের ৭০তম অধিবেশনের শিশু অধিকার সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিউইয়র্ক যাচ্ছে দিনমজুরের মেয়ে মনি বেগম (১৬)।  

প্রধানমন্ত্রীর সঙ্গে মনির সফরসঙ্গী হওয়ার খবরে জেলার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।  বিষয়টি নিয়ে মনির নিজ উপজেলা কুলাউড়ার বিভিন্ন বিদ্যালয়ের ক্লাসে সরব আলোচনা চলছে।  মেয়ের এমন সাফল্যে তার মা-বাবাও গর্বিতবোধ করছেন।

বাংলাদেশ থেকে একমাত্র শিক্ষার্থী যে কিনা প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দেয়ার সুযোগ পেল।  মনি মৌলভীবাজার জেলার কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।  ক্যাম্পেইনে সারাদেশের মধ্যে মনি নিজের মেধা ও যোগ্যতার মাধ্যমে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে।

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের এ অধিবেশনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন।  

সেভ দ্য চিলড্রেন’ ‘এ্যাভরি ওয়ান ক্যাম্পেইন’-এর মাধ্যমে অধিবেশনে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু ও বাল্যবিয়েসহ চারটি বিষয়ের ওপর আলোকপাত করবে কুলাউড়ার মনি।  প্রধানমন্ত্রীর সঙ্গে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছার কথা রয়েছে তার।

জানা গেছে, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঘরগাঁও গ্রামের দিনমজুর পরিবারে জন্ম এ মেধাবী শিক্ষার্থীর।  পঞ্চম শ্রেণীতে এ-প্লাস ও অষ্টম শ্রেণীতে ৪.৯৬ পেয়ে বর্তমানে সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে বাণিজ্যিক শাখায় পড়ছে সে।  সে ঘরগাঁও গ্রামের মহরম আলী ও হাওয়া বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান।  দুই ভাই ও দুই বোনের মধ্যে মনি চতুর্থ।

এ বিষয়ে সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাবেদ পাপ্পু সংবাদমাধ্যমকে জানান, মনি রোববার ঢাকায় পৌঁছেছে।  ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের আগে তাকে ঢাকায় তিনদিন বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে।  প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা আজ আনন্দে আত্মহারা।  মনি শুধু প্রতিষ্ঠানের নয় পুরো দেশের গর্ব।

মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী জানান, ক্যাম্পেইনে সারাদেশের মধ্যে মনি উত্তীর্ণ হয়েছে।  ঢাকায় অবস্থান করা মনি ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে শিশু অধিকার সম্মেলনে যোগ দেবে।  এটা সবার জন্য গর্ব।
১৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে