বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ১২:৫৪:০৩

মোবাইল ফোনে অভিনব প্রতারণা

মোবাইল ফোনে অভিনব প্রতারণা

নিউজ ডেস্ক : মোবাইল ফোনে প্রতারণার জাল ছড়িয়ে অর্থ আদায় করছে একটি চক্র। দীর্ঘদিন থেকে কৌশল বদল করে তারা এ কাজ করছে। পুরস্কার জেতা বা ফোন কোম্পানির পুরনো গ্রাহক হিসেবে রিওয়ার্ড প্রাইজের কথা বলে বিভিন্ন কোম্পানির গ্রাহকদের কাছ থেকে কৌশলে এ চক্রটি অর্থ আদায় করছে। পুরস্কার নেয়ার আগে রেজিস্ট্রেশন বাবদ এক থেকে তিন হাজার টাকা অথবা যোগাযোগের জন্য কোন নম্বরে টক টাইম কিনে দেয়ার কথা বলে ওই চক্রটি অর্থ আদায় করে। মঙ্গলবার গ্রামীণফোনের একজন গ্রাহক অভিযোগ করেন, ০১৭৬৩৩৩৩৩৩২ নম্বর থেকে ফোন দিয়ে তাকে জানানো হয় গ্রামীণফোনের পুরনো গ্রাহক হিসেবে তিনি পুরস্কার হিসেবে একটি গাড়ি বা ২৭ লাখ টাকা পেয়েছেন। তারপর তাকে শাওন চৌধুরী নামের একজনের ০১৭৩৩৩৩৩৩৭৩ এই নম্বরে ১০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে বলা হয়। ওই নম্বর থেকে বলা হয় শাওন চৌধুরী গ্রামীণফোনের এমডি। ওই গ্রাহক বিষয়টির সত্যতা যাচাই করতে প্রতিবেদককে ফোন দেন। পরে এই প্রতিবেদককে এর নম্বর থেকে ওই মোবাইল নম্বরে ফোন দেয়া হলে অপর প্রান্ত থেকে একজন নিজেকে গ্রামীণফোনের এমডি দাবি করেন। তিনি গম্ভীর কণ্ঠে বলেন, যে নম্বর পুরস্কার পেয়েছে শুধুমাত্র ওই নম্বর থেকে ফোন দিয়ে পুরস্কারের বিষয়ে কথা বলতে হবে। যেহেতু ল্যান্ড ফোন থেকে ফোন দেয়া হয়েছে তাই পুরস্কারের বিষয়ে কথা বলা যাবে না। এসময় গণমাধ্যমের পরিচয় দিয়ে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করলে তিনি ফোন কেটে দেন। পরে ওই নম্বরে ফোন দিলেও কেউ রিসিভ করেনি। গ্রামীণফোনের আরও একজন গ্রাহক অভিযোগ করেন, পুরস্কারের কথা বলে তার কাছে ১৫০০ টাকা দাবি করা হয় রেজিস্ট্রেশনের জন্য। পরে তিনি যাচাই করতে গেলে ওই চক্রটি তাকে গালিগালাজ করে। পরে ওই নম্বরে ফোন দিয়ে আর পাওয়া যায়নি। এ গ্রাহক আরও অভিযোগ করেন, প্রতারকরা কোন না কোন উপায়ে গ্রাহকদের তথ্য সংগ্রহ করে এমনভাবে উপস্থাপন করে যাতে তাদের বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হয়। গ্রামীণফোন নম্বর ব্যবহার করে এমন প্রতারণার বিষয়ে যোগাযোগ করা হলে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামাল বলেন, গ্রামীণফোনের ১২১ নম্বর থেকে শুধু গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হয়। অন্য কোন নম্বর থেকে কোম্পানির পক্ষ থেকে কোন গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা হয় না। অন্য কোন গ্রামীণ ফোন নম্বর থেকে কেউ প্রতারণার আশ্রয় নিলে তা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে এ কর্মকর্তা বলেন, এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও গ্রাহকদের সতর্ক ও সচেতন করার চেষ্টা করা হয়েছে।-এমজমিন ২১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে