বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৭:৪৯:৩১

এক অনন্য দৃষ্টান্ত !

এক অনন্য দৃষ্টান্ত !

নিউজ ডেস্ক : বুধবার সকাল ৮টায় রংপুর নগরীর পায়রা চত্বরে ট্রাক চাপা পড়ে আপন নামের ১৩ বছরের একটি শিশু মৃত্যুবরণ করে। আপন রংপুর জুম্মাপাড়ার সুইপার কলোনীর নাদিম মিয়ার ছেলে। এ ঘটনার পর সিটি কর্পোরেশন এলাকার পরিচ্ছন্নতা কর্মীরা (সুইপাররা) সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মিসেস তনিমা তাসনিম পুলিশসহ পায়রাচত্বরে ঘটনাস্থলে এলে আপনের মা এডিসি মহোদয়ের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পরেন। এডিসি (শিক্ষা) মিসেস তনিমা তাসনিম সবাইকে অবাক ও বিস্মিত করে সুইপারের ওই মহিলাকে বুকে জড়িয়ে ধরে সন্তান হারানোর কষ্ট লাঘবে সান্তনা দেয়ার চেষ্টা করেন। এবং এক পর্যায়ে নিজেও অশ্রুসিক্ত হয়ে ওঠেন। এতে শান্তনু জামান নামে একজন ফেসবুক স্ট্যাটাসে বলেন, এডমিন ক্যাডারের কর্মকর্তার মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সুইপারকে প্রকাশ্যে রাস্তায় বুকে জড়িয়ে ধরার ঘটনায় সবাইকে অভিভুত করে। তনিমা তাসনিম শুধু এক আমলা নন একজন সংবেদনশীল মনের প্রচণ্ড মানবিকতায় উচ্চ আসনের মানুষ, উচ্চ বংশ মর্যাদার মানুষ তারই বহি:প্রকাশ এটি। চারিদিকে এত সমস্যা আর যন্ত্রণায় সমাজ যখন অস্থির, তখন এ ধরণের দৃষ্টান্ত আমাদের বেঁচে থাকার, ভালো কাজ করে, নিজেদের ভাল হয়ে উঠার প্রেরণা যোগায়। তাঁর সর্বাঙ্গীণ সফলতা কামনা করি। সে সাথে যে শিশুটি অকাল প্রয়াত হল তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ্‌ আমাদের সকলকে হেফাজত করুন। ২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে