বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৯:৪৮:১০

বিচারপতি হাবিবুর রহমান খান আর নেই

বিচারপতি হাবিবুর রহমান খান আর নেই

ঢাকা : প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান(৮৫) মারা গেছেন।(ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ছোট ভাই অ্যাডভোকেট খলিলুর রহমান খান এ তথ্য জানান। মঙ্গলবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি।বুধবার সুপ্রিমকোর্ট জামে মসজিদে তার প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ মানিকগঞ্জে নিয়ে সেওতা জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আসর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। সেওতা কবরস্থানে বাবা ইশহাকুর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। উল্লেখ্য, বিচারপতি হাবিবুর রহমান ১৯৩০ সালের ৫ জানুয়ারি মানিকগঞ্জে জন্মগ্রহন করেছিলেন।কর্মজীবনে তিনি ঢাকা বারের সাবেক সভাপতি, সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ সভাপতি, ট্রুথ কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বিচারপতি হাবিবুর রহমানের বড় ছেলে রেজাউর রহমান খান আকেরিকায় ব্যবসা করেন ও মেয়ে রোজিনা করিম গৃহিনী। মৃত্যুর আগ পর্যন্ত তিনি গুলশান ২ এর ৫১ নম্বর রোডের ১০/বিএ নম্বর ফ্লাটে বসবাস করতেন। ২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে