বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৪:৪৪:৫১

বিএমএ-এর প্রস্তাব প্রত্যাখ্যান মেডিকেল ভর্তিচ্ছুদের

 বিএমএ-এর প্রস্তাব প্রত্যাখ্যান মেডিকেল ভর্তিচ্ছুদের

ঢাকা : ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মেডিকেল ও ডেন্টালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সংগঠনটি বিএমএ-এর প্রস্তাব প্রত্যাখ্যান করে পুনরায় তাদের প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা কোনো চক্রান্তে পা দেব না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। কেউ তদন্ত করতে চাইলে করবে। তবে সে বিষয়ে মিডিয়াকে অবগত করতে হবে। আমরা যাবতীয় প্রমাণ পেশ করতে প্রস্তুত আছি। শিক্ষার্থীরা বলেন, বিএমএ-এর দেয়া তদন্তের প্রস্তাবকে আমরা সাধুবাদ জানাই। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। সে কমিটিতে আমাদের প্রতিনিধিও থাকতে হবে। তদন্ত কমিটির সদস্যদের নাম মিডিয়ায় প্রকাশ করতে হবে। একইসঙ্গে আগামী শুক্রবার বিকেল ৪ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শিক্ষক-অভিভাবক-বুদ্ধিজীবী সংহতি সমাবেশের ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক আয়াতুল্লাহ হাসনাত। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিএমএ নেতাদের বৈঠক হয়। বৈঠকে বিএমএ-এর পক্ষ থেকে প্রশ্ন ফাঁসের বিষয়টির তদন্তের কথা বলা হয়। একইসঙ্গে আন্দোলন বন্ধ রাখার প্রস্তাব করা হয়। কিন্তু শিক্ষার্থীরা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে