বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৭:২৮:০২

‘অ্যাটর্নি জেনারেলের ভূমিকার নিন্দা ও প্রতিবাদ’

‘অ্যাটর্নি জেনারেলের ভূমিকার নিন্দা ও প্রতিবাদ’

ঢাকা : টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর প্রার্থিতা নিয়ে রিটের শুনানি চলাকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র হাইকোর্টের বৈধ ঘোষণার পর ‘রাষ্ট্রপক্ষ আপিল করবে’ বলে ঘোষণা দেন অ্যাটর্নি জেনারেল। আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল অনধিকার চর্চা করেছেন বলে নিন্দা জানানো হয়। বিবৃতিতে ইকবাল সিদ্দিকী বলেন, হাইকোর্টে কাদের সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষিত হওয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ভূমিকা ও বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে কৃষক শ্রমিক জনতা লীগ। তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন হাইকোর্টে তাদের আইনজীবীর মাধ্যমে বক্তব্য উপস্থাপন করে। অথচ আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অ্যাটর্নি জেনারেল সেখানে আইনি প্রতিকার পাওয়ার পথে অন্তরায় সৃষ্টির অপচেষ্টা করেছেন। হাইকোর্টের রায়ের পর অ্যাটর্নি জেনারেল ‘রাষ্ট্রপক্ষ আপিল করবে’ বলে ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিশ্চয় আপিল করার আইনি অধিকার রয়েছে। এ ক্ষেত্রে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কোনো ভূমিকা থাকতে পারে না। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল সংবিধান ও আইনের পথে থাকবেন বলে আশা করেছে দলটি। ২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে