বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ১০:২৪:২৯

প্রাথমিক অষ্টম শ্রেণি পর্যন্ত, মাধ্যমিক হচ্ছে দ্বাদশ শ্রেণি পর্যন্ত!

 প্রাথমিক অষ্টম শ্রেণি পর্যন্ত, মাধ্যমিক হচ্ছে দ্বাদশ শ্রেণি পর্যন্ত!

ঢাকা : প্রশ্নপত্র ফাঁস করলে চার বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা; প্রাক-প্রাথমিক শিক্ষার মেয়াদকাল হবে দুই বছর; অষ্টম শ্রেণি পর্যন্ত হবে প্রাথমিক শিক্ষা— এমন অনেক বিধানসংবলিত একটি প্রস্তাবিত শিক্ষা আইন প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে জনগণের মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আইনের একটি খসড়া আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে। এ বিষয়ে ২৯ অক্টোবর পর্যন্ত মতামত দেয়া যাবে। প্রস্তাবিত আইনে প্রাক-প্রাথমিক শিক্ষা হবে শিশুদের চার থেকে ছয় বছর পর্যন্ত। অর্থাৎ দুই বছর মেয়াদি। প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স হবে ছয় বছর। প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত। মাধ্যমিক স্তর হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। প্রস্তাবিত আইনে প্রশ্নপত্র ফাঁস করলে ৪ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। শিক্ষানীতির আলোকে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের কথাও বলা হয়েছে। মূলত শিক্ষানীতিতে যেসব বিষয় রয়েছে সেগুলোই প্রস্তাবিত আইনে স্থান পেয়েছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন, এ আইন হলে এ বিষয়ে বিধিমালা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় সাড়ে চার বছর ধরে এ আইনের খসড়া নিয়ে টানাটানিই চলছে। কিন্তু আইনটি আর চূড়ান্ত হয়নি। এ কারণে জাতীয় শিক্ষানীতি কার্যকরভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। ২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে