বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫, ০৮:৪০:২৯

‘বন্দুকযুদ্ধে’ কথিত ডাকাত নিহত

‘বন্দুকযুদ্ধে’ কথিত ডাকাত নিহত

ঢাকা : এবার লক্ষীপুরের দিঘুলীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রহিম (৩৮) নামে আরো একজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে তিনি একজন ডাকাত সর্দার ছিলেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরসাই ইউনিয়নে আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ তাকে ধরার জন্য অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত রহিম ও তার দলবল গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এর এক পর্যায়ে ডাকাত রহিম গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় সেখানে থেকে অস্ত্র ও গুলি ‍উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে জেলার সদর হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মারজুক জানান, ওই ব্যক্তিকে মৃতাবস্থাতেই হাসপাতালে আনা হয়েছে। ২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে